বিকাশ অথবা রকেটে রেজিস্ট্রেশন ফি দিয়ে
অন-লাইনে রেজিস্ট্রেশন করা যাবে। পাশাপাশি আমাদের রেজিস্ট্রেশন টীমের মাধ্যমে ম্যানুয়ালভাবেও রেজিস্ট্রেশন করা যাবে। পেমেন্টসহ রেজিস্ট্রেশন সম্পন্ন হলে অনলাইনে তাদের ব্যাচ-প্রোফাইলে ব্যাচওয়ারী তালিকা প্রকাশ হয়ে যাবে।
অন-লাইনে রেজিস্ট্রেশন করতে রেজিস্ট্রেশন ফরমে সকল তথ্য সঠিকভাবে পূরণ করে ও ছবি দিয়ে Next Step বাটনে ক্লিক করলে টাকার পরিমাণসহ একটি Bill Number পাবেন উক্ত Bill Number এর বিপরীতে আপনি খুব সহজেই রকেট বা বিকাশ নির্বাচন করে পেমেন্ট করতে পারেন। বিকাশ নির্বাচন করলে এখান থেকে সহজেই আপনি রেজিস্ট্রেশন ফি পরিশোধ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেন। আর রকেট থেকে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করলে স্ক্রীনে থাকা রকেটেরে মাধ্যমে ফি প্রদান পদ্ধতি অনুসরণ করুন। রকেটের ক্ষেত্রে রেজিস্ট্রেশন একটিভ হয়ে ব্যাচ প্রোফাইলে যেতে ২৪-৭২ঘন্টা সময় লাগতে পারে।
পেমেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে